সারা দেশ থেকে প্রায় ১৫,০০০ প্রতিযোগীর অংশগ্রহনে সমৃদ্ধ গৃহিনীদের প্রথম মিউজিক্যাল রিয়েলিটি শো সিলন সুপার সিঙ্গার। সুকন্ঠী এ গৃহিণীদের সংগীতকে ছাপিয়ে তাদের জীবনের গল্প গুলো বিচারকদের হাসিয়েছে কাঁদিয়েছে। এই প্রতিভাময়ী গৃহিণীদের গান শুনতে আর তাদের জীবনের গল্প গুলো জানতে নিয়মিত চোখ রাখুন এনটিভির পর্দায় প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৯ টা ২৫ মিনিটে এবং সিলনের ইউটিউব চ্যানেলে।

ভিডিও

সকল এপিসোড’স